পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
২ কেজি গাঁজাসহ রাজশাহীর পুঠিয়ায় রবিউল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। সোমবার রাত্রি ১১টার সময় তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক গাঁজা ব্যবসায়ী রবিউল উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুঁটিপাড়া গ্রামের আক্কাস মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দীন আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ রবিউলের
বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় রবিউলের কাছে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে থানায় আটক রবিউলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।