রাজশাহীর পুঠিয়া মডেল মসজিদ নির্মাণ কাজ চলাকালে ঠিকাদারের ম্যানেজার আনোয়ার হোসেনের কাছে একদল ২০,০০০/- টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা পরিশোধ না করায় সাকলায়েন অমির (২৫) নেতৃত্বেে সাত ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
গত (২০) অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে সে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
আনোয়ার হোসেন জানায়, পুঠিয়া মডেল মসজিদ নির্মাণ কাজ চলছে। প্রায় দুই বছর আগে উপজেলা পরিষদের পশ্চিমপাশে এ কাজ শুরু হয়। সে ঠিকাদারের ম্যানেজার। গত ২০ অক্টোবর মসজিদের দোতলার ছাদের ঢালাই কাজ চলাকালে সকাল সাড়ে দশটার দিকে সাকলায়েন অমির নেতৃত্বে ৭ ব্যক্তি এসে তার কাছে ২০,০০০/- টাকা চাঁদা দাবি করে। সে ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করার সাথে সাথে অমির হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় কোপ মারে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে অমির সাথে থাকা লোকজন তাকে মারপিট করে।
এসময় আশেপাশের মানুষেরা সেখানে ছুটে এসে মুমুর্ষ অবস্থায় পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক আমাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে আহত আনোয়ার হোসেন গতকাল সোমবার সরকারি কাজে কেউ যেন বাধা প্রদান করতে না পারে এমন সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, সোমবার রাতে এ বিষয়ে একটি মামলা হয়েছে। আমরা আসামিদের আটকের চেষ্টা করছি।
বিএ/