পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বারিক (৩২) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত ভ্যান চালক পুঠিয়া পৌরসভার গোপালহাটি (ফকিরপাড়া) ওয়ার্ডের দাজিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার সন্ধা পৌনে ছয়টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের গোপালহাটি সরকার পাড়া ঢালান নামক স্থানে এদুর্ঘটনাটি ঘটে। জানাগেছে, পুঠিয়া
ত্রিমোহনী বাজার হতে ভ্যানে যোগে তারাপুর যাওয়ার পথে মহাসড়কের গোপালাটি সরকার পাড়া ঢালান নামক স্থানে পৌছানো মাত্রই বিপরিতগামী ট্রাকটির সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক বারিক ঘটনা স্থলে মারা যায়। সেসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের দÿিণ পাশ্বের খাদে পরে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মিরা এসে লাশ উদ্ধার করে।
আর/এস