পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশন সংলগ্নে নিষিদ্ধ তিন চাকার চার্জার ভ্যানের বডি ভেঙ্গে মালবোঝাই ট্রাকের চাকার নিচে পড়ে দুইজন খ্রষ্টান নারী নিহত হয়েছে ও একজন গুরুত্বর আহত হয়েছে। নিহতরা হলো, পুঠিয়া সদর ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গ্রামের খ্রীষ্টান পল্লীর শ্যমলের স্ত্রী শিউলী (৪০), ধীরেনের স্ত্রী সূর্যী (৩২) ও একই এলাকার আরেক ধীরেনের স্ত্রী রমনী (৫০) গুরুত্বর আহত। শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত শিউলী, সূর্যী ও আহত রমনী ও তার এক প্রতিবেশীসহ একটি চার্জার ভ্যানে করে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার তারাপুর এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিল। পথে মধ্যে পুঠিয়া ফিলিং ষ্টেশনের কাছ পৌছালে ভ্যান ভেঙ্গে পরে যায়। এসময় ভ্যানের ঐ যাত্রীরা বিপরীত গামী একটি ট্রাকের চাকার নিচে পরে মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই শিউলী ও সূর্যী মারা যায়। এছাড়াও ভ্যানে থাকা অপর যাত্রী রমনী গুরুত্বর আহত হয়। সেসময় খবর পেয়ে পুঠিয়া হাইওয়ে পুলিশ ও পুঠিয়া ফায়ার সার্ভি তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গুরুত্বর আহত রমনীকে কর্তব্যরত ডাক্তার রামেক হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য রাজশাহী-ঢাকা মহাসড়কে তিন চাকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকলেও পুলিশকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে বেপোরয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব নিষিদ্ধ যানবহন।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।