পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও লেগুনা সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নামে
নিহত ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া গ্রামের যগেন্দ্রনাথ ঘোষের ছেলেসদানন্দ ঘোষ (৪৫)।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান জানান, সকালে সেনভাগ এলাকায় নাটোর থেকে রাজশাহীগামী ট্রাকের সঙ্গে বিপরীতগামী যাত্রীবোঝাই একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার যাত্রী সদানন্দ নিহত হন। এসময় আহত হন আরও চারজন যাত্রী।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
লুৎফর রহমান জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চলন্ত অবস্থায় চাকা বিকল হয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
খবর২৪ঘন্টা/নই