পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া আড়ানি সড়কে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে জিন আলী (২২) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মচারী নিহত হয়েছেন। নিহত জিম আলী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িয়া গ্রামের হোসেন আলীর ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটার সময় আড়ানির ফুলতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যাক্ষাদর্শী সূত্রে জানাগেছে, নাটোর বনপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেশ কিছু কর্মচারী পাওয়ার টিলার যোগে বাঘা উপজেলার বাউসা
এলাকায় পল্লীবিদ্যুতের লাইনে কাজ করার জন্য যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে
আড়ানীর ফুলতলা নামক স্থানে পৌছানো মাত্রই বিপরীতমুখী একটি দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলারে থাকা জিম আলী সড়কে পড়ে গুরুতর জখম হয়। এ সময় পাওয়ার টিলারে থাকা অন্যান্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সে মারা যায়।