রাজশাহীর পুঠিয়ায় জাল নোটসহ পিন্টু হালদার (৩৫) নামের একব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। ওই ব্যক্তি নৃত্য হালদারের ছেলে। আজ রোববার তাকে রাজশাহীর পুঠিয়া উপজেলার দীঘলকান্দি পশ্চিমপাড়া গ্রাম থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুঠিয়া উপজেলার দীঘলকান্দি পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এস/আর