রাজশাহীর পুঠিয়ায় মাত্রাতিরিক্ত মাটি বহন করে সড়কের ক্ষতি করছে ড্রামট্রাক চালকরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪জন চালককে দু’লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার ঝলমলিয়া-মোল্লাপাড়া মিনি বিশ্বরোডে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, গ্রামীন সড়ক গুলো ড্রামট্রাক চলাচলের উপযুক্ত নয়। তার উপর মাত্রাতিরিক্ত মাটি বহন করে রাস্তার ক্ষতিগ্রস্থ্য করছে ওই চালকরা। এর মধ্যে অনেক চালকের বৈধ কাগজপত্র নেই। এ সকল ঘটনায় ৪জন চালককে ৫০ হাজার করে মোট দু’লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এস/আর