পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় গলায় ওড়না পেচিয়ে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বানেশ্বর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চাঁদনী খাতুন (২০), পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার আলতাব হোসেনের মেয়ে।
এব্যাপারে পুঠিয়া থানার উপ-পরিদর্শ (এসআই) মো: সাইফুল ইসলাম -১ জানান, চাঁদনী বুধবার রাত ১ টা থেকে সকাল ৭ টার মধ্যে তার নিজ শয়ন কক্ষে তিরের সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেন। চাঁদনীকে সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার মা ঘরে ঢুকে দেখেন তিরের সাথে মৃত অবস্থায় ঝুলে আছে। আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারবো।
খবর২৪ঘণ্টা, জেএন