পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় এস্কেভেটর উল্টে লাবলু মোল্লা (৪৭) নামের চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সরগাছি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত এস্কেভেটর চালক নড়াইল জেলা সদরের সুবারগো মহল্লা এলাকার নুর মোল্লার ছেলে। সে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের জে কে ব্রিকস ইট ভাটার এস্কেভেটর চালক ছিলেন।
পুঠিয়া থানার এসআই সাইফুল জানান, মঙ্গলবার সকালে জে কে ব্রিকস ইটভাটার মাটি সংরক্ষণ করতে লাবলু মোল্লা এস্কেভেটর নিয়ে সরগাছি উত্তর পাড়া যায়। সেখানে অসাবধানতা বসত এস্কেভেটরের চাকা একটি ক্যানেলের মধ্যে পড়লে এস্কেভেটরটি উল্টে যায় সেসময় লাবলু মোল্লা এস্কেভেটরের নিচে চাপা পরলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে এস্কেভেটরের ভেতর থেকে উদ্ধার করে। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।
এব্যপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে।খবর২৪ঘণ্টা.কম/নজ