পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলার বড় ধাদাস ঢালান নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ইটের ট্রলি উল্টে খোকন (২৫) নামের হেলপার নিহত হয়েছেন। সোমবার দৃুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান নিশ্চিত করেন। নিহত খোকন রাজশাহীর হরিয়ান পূর্বপাড়া এলাকার আরমানের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে হরিয়ান এলাকার একটি ভাটা থেকে ট্রলি লোড ইট নিয়ে পুঠিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে পুঠিয়া উপজেলার বড় ধাদাস ঢালান নামক স্থানে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে খোকন নামের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।