পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আম বাগান থেকে যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া চকদোমাদী গ্রাম থেকে এ লাশটি উদ্ধার হয়। নিহত যুবক উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকদোমাদী গ্রামের তৈয়ব আলীর ছেলে তৌহিদুর ইসলাম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
জানা যায়, শনিবার সকালে চকদোমাদী গ্রামের আনছার মাস্টারের আম বাগানে তৌহিদুল ইসলামের লাশ দেখে স্থানীয়রা পুঠিয়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। প্রকৃত ঘটনা উদঘাটনে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।