পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগের পাঁচজন কর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পুঠিয়ার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন পুঠিয়ার পশ্চিম ভাগ এলাকার আওয়ামীলীগ কর্মী মাসুম পারভেজ(৫০), পালোপাড়া এলাকার জামাল উদ্দিন মাস্টার (৪৮) বিলমাড়িয়া এলাকার রবিউল ইসলাম (৩৫) উদনপুর এলাকার আব্দুল মজিদ (৩২) ও কৃষ্ণপুর এলাকার হাসান শাহরিয়ার (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, এই পাঁচজনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে এদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বিএ..