পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। শিলাবৃষ্টিতে ফসল, আধাপাকা ঘরাবাড়ি ও গাছাপালার ভেঙ্গে পরেছে।
ইউনিয়নটির প্রায় সকল গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামের শিলাবৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। গতকাল রবিবার ভোর ৫টা থেকে শুরু হয়ে ভোর ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলে শিলাবৃষ্টির তান্ডব। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রাস্থ গ্রাম গুলোর মধ্যে রয়েছে, জিউপাড়া ইউনিয়নের ধোপাড়াপাড়া, দাশমাড়িয়া, নওপাড়া, উজালপুর, সৈয়দপুর মধূখালি, হাড়োখালি, সরিষাবাড়ি, ডাংঙ্গাপাড়া ও বাঙ্গালপাড়া গ্রামে গ্রামের অধিকাংশ এলাকার ফসল, আধাপাকা ঘরবাড়ি ও গাছাপলার ক্ষয়ক্ষতি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, এ সব এলাকার প্রায় কয়েক হাজার একর জমির সফলের মধ্যে রয়েছে গম, ভুট্রা, পিয়াজ, সরিষাসহ আমের মুকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব এলাকর কৃষকের কয়েক কোটি টাকার ফসল বিনষ্ট হয়েছে শিলাবৃষ্টিতে। এছাড়াও শিলাবৃষ্টিতে কাঁচা, আধাপাকা ঘরবাড়ির টিনসহ গাছাপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে এলাকার প্রান্তিক কৃষক, বর্গা চাষি কৃষক ও প্রকৃত কৃষকের সর্বসান্ত হয়ে পরেছে। ধোপাপাড়া এলাকার বর্গা চাষি মফিজ বলেন, চার বিঘা জমির বর্গা নিয়ে পিয়াজের চাষ করেছেন। তাকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে। জমির লাগানো সব পিয়াজ গতকালের শিলবৃষ্টির তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন চলার মত তার আর কোন উপায় নাই। এ আবস্থা এলাকার প্রায় সকল চাষির। বর্তমানের এ অবস্থা থেকে রক্ষা পেতে এলাকার কৃষদেরা প্রশাসনের সহযোগিত চেয়েছেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন