পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে প্রেস ক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সাদাত। সভায় উপজেলার সাংবাদিকদের ঐক্যের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত করে করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার পুঠিয়া প্রতিনিধি মো. আরিফুল হক রুবেলকে আহ্বায়ক ও খবর২৪ঘন্টা.কম এর পুঠিয়া সংবাদদাতা আরিফ সাদাতকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া রফিকুল ইসলাম ও হাসানুল হক সেন্টুকে যুগ্ম আহবায়ক এবং আবু হাসাদ, মাহবুবুর রহমান, মাহাফুজুর রহমান তুহিনকে সদস্য মনোনীত করা হয়।
সভায় অত্র প্রেসক্লাবের সদস্যদের অন্য কোনো সংগঠন না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটিতে থাকা সদস্যরাসহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিএ..