নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া ও চারঘাট থেকে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুঠিয়া ও চারঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতদের নাম জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র
এএসপি আব্দুর রাজ্জাক বলেন, পুঠিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দু’জন ও চারঘাট থানা পুলিশ জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে। চারটি পেট্রোল বোমা ২ টি ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘন্টা/এমকে