পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ৫৪ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে বিড়ালদহ কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
পুঠিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা ও সাবেক কোষাধ্যক্ষ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী (৫) পুঠিয়া-দুর্গাপুর থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ গোলাম মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউপির সাবেক সদস্য মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা ও আলহাজ্ব এনামুল হক সাবেক সিনিয়র সহ-সভাপতি বানেশ্বর ইউনিয়ন বিএনপি। আব্দুস সোবাহান মণ্ডল সভাপতি ৪ নং ওয়ার্ড বানেশ্বর ইউনিয়ন বিএনপি। মোঃ আব্দুল আজিজ সাবেক এমপি সদস্য ৩ নং ওয়ার্ড বানেশ্বর। মোহাম্মদ আবু সাঈদ আখবর সাবেক সভাপতি ৫ নং ওয়ার্ড বানেশ্বর ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ ইন্তাজ আলী সাবেক যুগ্ন সম্পাদক বানেশ্বর ইউনিয়ন বিএনপি। মোঃ আলাউদ্দিন মন্ডল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বানেশ্বর ইউনিয়ন বিএনপি। এছাড়াও অনুষ্ঠানে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক দুলাল।
বিএ..