নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও ৫ মাসের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে মাদকাসক্ত প্রতিবন্ধী স্বামী। এ ঘটনায় প্রতিবন্ধী স্বামী ফিরোজকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, পলি খাতুন ও তার ৫ মাসের শিশু সন্তান। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফিরোজ বালিশ চাপা দিয়ে তার স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করে রাতেই পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি তদন্ত খালেদুর রহমান
জানান, মাদকাসক্ত ফিরোজ একজন প্রতিবন্ধী। সড়ক দুর্ঘটনায় তার একটি পা কাটা পড়েছে। মাদকাসক্ত হয় তাকে বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর চেষ্টা করেছিল পরিবার কিন্তু কোন লাভ হয়নি। সোমবার দিবাগত রাতের এগারোটার দিকে প্রতিবন্ধী ফিরোজ তার স্ত্রী ও শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। স্ত্রী ও শিশুকে হত্যা করার পর সে পালিয়ে যায়।পরে তাকে আটক করা হয়েছে।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর