পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেছেন।
সোমবার দিবাগত রাতে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকার পচামাড়িয়ায় বর্তমান সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে ডঃ ইউনুসের পদত্যাগ ও শেখ হাসিনাতেই আস্থা লেখা রয়েছে। এদিকে এই লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে পুলিশের কাছে। পুলিশের সহযোগিতায় নাকি হাইব্রিডদের কারণে এমন লিফলেট বিতরণ করা হয়েছে এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে অনেকে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ফ্যাসিবাদের দোসররা এখনো তাদের কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে। আমরা মৌসুমি রহমানকে খুঁজছি। তার অবস্থান জানার চেষ্টা করছি।
বিএ..