পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়া যুব মহিলা লীগের সভানেত্রী মৌসুমী রহমানকে করেছেন ডিবি পুলিশ। তিনি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন।
বুধবার দিবাগত রাতে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকায় আত্মগোপনে থাকা একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বর্তমান সরকার বিরোধী তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার মৌসুমি রহমান বিভিন্ন এলাকায় সরকারবিরোধী প্রচার পত্র বিতরণ করে। এছাড়া তার ফেসবুক পেজ থেকে সরকার বিরোধী পোস্ট করে গুজব ছড়ায়। আইন শৃঙ্খলা বাহিনী তাকে কয়েকদিন ধরে খুঁজছিল।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ওই যুবলীগ নেত্রী বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
বিএ..