পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক সোহেল(২৫) হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোহেল হত্যার ২৬ দিন পার হলেও কোন হত্যাকারীকে চিহ্নিত এবং গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোমবার ১১ টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধন করা হয়। নিহত সোহেল উপজেলার জরমডাঙ্গা গ্রামের দিল তার হোসেনের ছেলে।
গত ৯ সেপ্টেম্বর ভ্যানচালক সোহেলকে তার পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হত্যা করে পুঠিয়ার কান্দ্রা পূর্ব পাড়া আব্দুস সালামের কলা বাগানে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুঠিয়া থানা পুলিশ। তবে আজ পর্যন্ত সোহেল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে চিহ্নিত এবং গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে নিহতের বাবা লিলতার হোসেন বলেন, আজ ২৬ দিন হয়ে গেল আর ছেলেকে হত্যা করা হয়েছে কিন্তু পুলিশ কোনো কূলকিনারা করতে পারেনি। নিহতের স্ত্রী বলেন পুলিশ শুধু বলছে তদন্তের আশি ভাগ শেষ হয়েছে কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। দ্রুত আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানান তিনি। মানববন্ধনে বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ভ্যানচালক সোহেল হত্যার বিষয়ে মানববন্ধন হয়েছে এটা আমরা শুনেছি। মামলার তদন্ত এগিয়ে চলেছে। হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।