পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
পুঠিয়া নজরুল স্টোরের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত্রির যে কোন সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফজেল মার্কেটে এ চুরির ঘটনাটি ঘটেছে। নজরুল স্টোরের মালিক নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত্রি সাড়ে আটটার সময় দোকান ঘর বন্ধ করে বাড়ি যাই। আজ বুধবার সকালে আটটায় দোকান ঘরের সাটার খুলে দেখি ক্যাশ বাক্সটি ভেঙ্গে চোরেরা ক্যাশ বাক্সে থাকা ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এছাড়াও চোরের দোকানের অন্যান্য জিনিসপত্র লন্ড ভন্ড করে। দোকান ঘরের পিছনে দিকের চালের টিন কেটে দোকানে ডুকে চোরেরা চুরি করে। দোকানের মালিক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, মার্কেটে নৈশ প্রহরী থাকার পর প্রায়ই বিভিন্ন মার্কের দোকানে চুরির ঘটনা ঘটছে। এতে বিভিন্ন মার্কেটের দোকানদারাদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। এ বিষয়ে নজরুল ইসলাম পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
আর/এস