পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ পুঠিয়া অল স্কায়ার নার্সারীতে আসার পথে দালল চক্রের ফাঁদে পড়ে সুমন খান (৪০) নামের এক নার্সারী ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। সে রাঙ্গামাটি জেলার কাউনিয়া থানার রানীর হাট খান এলাকায় তার বাড়ি। বৃহস্পতিবার সকালে অল স্কায়ার নার্সারীতে আসার পথে বনপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। জানাগেছে, সুমন খান গতকাল বুধবার তার বাড়ি থেকে বিভিন্ন চারা গাছ কেনার জন্য পুঠিয়ার অল স্কয়ার নারসারীতে আসার রাওনা হন। পথে মধ্যে বৃহস্পতিবার সকালে বাসে অপরিচিত এক ব্যক্তির সাথে পরিচয়
হয়। চারা গাছ কেনার জন্য পুঠিয়ার অল স্কায়ার নার্সারীতে যাবেন বলে তাদের মধ্যে কথা হয়। সেসময় বোনপাড়ায় তার একটি নার্সারী রয়েছে বলে তাকে কৌশলে সেখানে নামিয়ে নেন অপরিচিত ব্যক্তিটি। পরে নার্সারীতে যাওয়ার কথা বলে নির্যন একটি যায়গায় সুমন খানকে নিয়ে তিন চারজন মিলে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তারা পালিয়ে যায়। পরে বিভিন্ন ভাবে তিনি অল স্কায়ার নার্সারীতে পৌছান। বিষয়টি অল স্কায়ার নার্সারীর মালিক মফিজুল ইসলাম ডলারের কাছে জানান। সেসময় ডলারের সহায়তায় সুমন খানকে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।
আর/এস