রাজশাহীর পুঠিয়ায় মিঠুন আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেফতার করেছেন পুঠিয়া থানা পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার ধোপাপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয় ওই মাদক ব্যবসায়ীকে।
জানা গেছে, ভালুকগাছি কোনাপাড়ার মৃত হুজুর আলীর ছেলে মিঠুন আলী ২১ পিস ইয়াবা সহ ধোপাপাড়া বাজারে বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে মিঠুনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন পুঠিয়া থানা পুলিশ।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, মিঠুন আলী নামের এক ব্যক্তির কাছে মোট ২১ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিএ/