1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলা, ২০২৩

অবৈধভাবে পুকুর খনন করে ইট ভাটায় সরবরাহের কারণে উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর মহোদয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক।

বুধবার (২৬ জুলাই) পুঠিয়ার জিউপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ নামক স্থানে জাতীয় মহাসড়ক থেকে আনুমানিক ৩০ গজ দূরত্বে আবাসিক এলাকার মধ্যে মাটি উত্তোলন এবং অনুমোদনহীনভাবে ইটভাটায় সরবরাহ করার অপরাধে জমির মালিক ও এক্সেভেটর চালককে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ১,০০,০০০/- টাকা ও ২৫,০০০/- টাকা (মোট ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা) জরিমানা করা হয়।

এসময় দু’টি এক্সেভেটর মেশিন (ভেকু) জব্দ করে জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনে আরার জিম্মায় প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুঠিয়া থানা পুলিশের সদস্যগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর বলেন, মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা, আবাসিক এলাকা ও জাতীয় গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনার স্থায়ীত্ব বিনষ্ট করা, মাটি পরিবহনের কারণে চলাচলের রাস্তা পিচ্ছিল ও কর্দমাক্ত করে জনদুর্ভোগ সৃষ্টি করা রোধে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST