পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে অজ্ঞাত (৪০) পরিচয় নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার পরিচয় জানাতে পারেনি।
শনিবার দুপুর দুইটার দিকে পুঠিয়া রাজবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। হঠাৎ এক নারীকে মাথা ঘুরে পড়ে যেতে দখে অন্য দর্শনার্থীরা তার দিকে ছুটে আসে। কিন্তু ঘটনাস্থলে সে মারা যায়। তার লাশ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, এক নারীর মৃত্যুর খবর শুনে সেখানে যেয়ে তার লাশ দেখতে পাই। তার সাথে কোনো আত্মীয়স্বজন ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর লাশ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. জনাব আলী মুস্তাফিজ জানান, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে, এমনটাই ধারনা করা হচ্ছে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ওই নারীর লাশ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিচয় জানতে পারিনি। তার ছবি দেখে কেউ চিনতে পারে কিনা সেটা ভাবছি। তা নাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিএ..