রাজশাহী (পুঠিয়া) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক কে এম রেজাকে (দৈনিক যুগান্তর) সভাপতি ও আরিফুল হক রুবেলকে (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে পুঠিয়া প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. আরিফ সাদাত এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আরিফ সাদাত (দৈনিক নয়া দিগন্ত), সহ- সভাপতি রফিকুল ইসলাম রফিক (দৈনিক উপচার), ১নং যুগ্ম সাধারণসম্পাদক- এস এম হাসানুল ইসলাম সেন্টু (দৈনিক সময়ের কাগজ), ২নং যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসাদ কামাল (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক- ১ রকিবুল হাসান সনি (দৈনিক সময়ের আলো) ও সাংগঠনিক সম্পাদক- ২ সোহানুর রহমান (দৈনিক যায়যায় কাল), অর্থ বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), দপ্তর সম্পাদক ইমাম হোসেন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম (ক্যামেরাম্যান ’ডিবিসি নিউজ টিভি’ এনসিএ), ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান কালু (দৈনিক বাংলাদেশ সমাচার)। এ ছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন- মাহবুবুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মাহফুজুর রহমান তুহিন (দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কম), মেহেদী দাম (রাজশাহীর সময় ডট কম)।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।