পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) বিকালে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা ইউসুফ মীর্জার সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার নিয়োগী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে গুরুপ্রসাদ দাস ও প্রদীপ সরকার।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক মনসুর আলী, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার, পুঠিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাকিব, জামায়াত নেতা আনোয়ার হোসেন, আব্দুল আহাদ মন্টু, আব্দুল মজিদ, জুবায়ের মাসুম প্রমুখ।
ভিন্নধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। বাংলা ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অন্যান্য ধর্মাবলম্বীদের অবদান উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতীতের মতো আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতে জামায়াতের গঠনমূলক ভূমিকার ভূয়সি প্রশংসা করেন।
এছাড়া রোববার সকাল ১০ ঘটিকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মুহাম্মদ নুরুজ্জামান লিটন পুঠিয়া উপজেলার স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ নিয়ে পুঠিয়া কারিগরি কলেজ, পুঠিয়া দাখিল মাদ্রাসা, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভায় মিলিত হন। শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় শিক্ষকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধিতে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষায় বলিয়ান করার ব্যাপারে শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।