রাজশাহীর পুঠিয়া উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিকবন্ধ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) মৌসুমি রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন, বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারী সার্জন ডা: তানভীর আনজুম অনিক, উপজেলা শিক্ষা অফিসার এ বি এম ছানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামসুন্নাহার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হাসিনা আকতার বেগম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর রহমানসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
বিএ/