রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম নূর হোসেন নির্ঝরের মোবাইল নাম্বার ক্লোন করে ইউএনও পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ/নগদ একাউন্ট এর মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।
একটি প্রতারক চক্র বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে পুঠিয়া ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে এ কাজ করছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ইউএনও স্যার বিষয়টি আমাদের অবগত করেছেন। আমরা প্রযুক্তি ব্যবহার করে এই প্রতারক চক্রকে ধরার চেষ্টা করছি।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, বৃহস্পতিবার থেকে আমার সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন করে একটি চক্র নগদ/ বিকাশে টাকা চাচ্ছে। এ ব্যাপারে সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন তিনি।
বিএ/