খবর২৪ঘণ্টা ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান মোল্লাকে পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে ভাঙ্গা বাজারে স্থানীয় থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় লুৎফরের ব্যবহৃত গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লুৎফর উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াস মউরীর ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি কাজী) শাহিদুর রহমান বলেন, লুৎফরের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে। তাকে ইতোপূর্বে র্যাবও আটক করেছিল।
ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানা পুলিশকে নিয়ে ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে লুৎফরকে গ্রেপ্তার করা হয়। এমসয় একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন ও দুইশ’ ইয়াবা উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন