1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পিরিয়ডস্ নিয়ে খোলাখুলি রাধিকা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ০:১৪ পূর্বাহ্ন

পিরিয়ডস্ নিয়ে খোলাখুলি রাধিকা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্ুয়ারী, ২০১৮

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: হাজার সমস্যা হোক৷ পিরিয়ডস-এর সময় সবাই চুপচাপ৷ কেউ মুখ ফুটে বলে না সমস্যার কথা৷ কারণ, “বলতে নেই”৷ যুগ যুগ ধরে এই ট্যাবু চলে আসছে৷ সে নারীই হোক বা পুরুষ৷ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস্ মানেই নিষিদ্ধ বস্তু৷ বলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে৷

মুক্তি পেতে চলেছে রাধিকা আপ্তের ছবি প্যাডম্যান৷ সেখানে অরুণাচলম মুরুগানাথমের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন রাধিকা৷ এই অরুণাচলমই প্রথম কম খরচে স্যানিটারি ন্যাপকিন তৈরি করেন৷ রাধিকা জানিয়েছেন, “আমার মনে হয় মেনস্ট্রুয়েশন শুধু পুরুষের মধ্যেই ট্যাবু নয়৷ মহিলাদের মধ্যেও রয়েছে৷ বছরের পর বছর ধরে এটা চলে আসছে৷ মহিলারাও এনিয়ে খোলাখুলি কথা বলতে অস্বস্তি বোধ করে৷ মায়েরা মেয়েদের শেখায় কীভাবে সবার সামনে এসব কথা না বলা উচিত? এসময় রান্নাঘরে যাওয়া উচিত নয়৷ মন্দিরে প্রবেশ নিষেধ৷ শুধু পুরুষদেরই যে মেনস্ট্রুয়েশন নিয়ে ট্যাবু রয়েছে, তা নয়৷”

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের ছবির কথাও তুলেছেন রাধিকা৷ বলেছেন, তাঁর মনে হয় না ছবিটি দেখার পর এই ট্যাবু আর থাকবে না৷ যদি মানুষ মেনস্ট্রুয়েশন নিয়ে খোলাখুলি কথা বলতে শুরু করে, তাহলে এই সংক্রান্ত স্বাস্থ্যবিধিও মেনে চলা সম্ভব৷ এটা সবার জন্যই ভালো৷ আর তাছাড়া ছবিটি এমন একজন মানুষের গল্প যিনি তাঁর সারা জীবন মেনস্ট্রুয়েশনের মতো একটি বিষয়ের সঙ্গে লড়াই করার সাহস যুগিয়েছেন৷

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST