1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পি কে হালদার আ.লীগের কেউ নয়: কাদের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

পি কে হালদার আ.লীগের কেউ নয়: কাদের

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

অর্থপাচার মামলায় ভারতে আটক বহুল আলোচিত পি কে হালদার আওয়ামী লীগের কেউ নয় বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির প্রতিবাদ করে তিনি বলেন, অর্থপাচারের তালিকা করতে হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, আগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতা যারা অর্থ পাচার করেছেন তাদের তালিকা প্রকাশ করার দাবি করেন তিনি। মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়াল বক্তৃতায় এসব কথা বলেন।

মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতাদের সংযত হয়ে কথা বলার জন্য সতর্ক করে বলেন, আপনারা প্রধানমন্ত্রীকেও অসম্মান করে কথা বলেন। ‌ যা চরম শিষ্টাচার বহির্ভূত। ‌

খারাপ লোকদের আওয়ামী লীগে জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন, মাদক কারবারি, দুর্নীতিবাজ, অর্থ প্রচারকারী ও খারাপ লোকদের আওয়ামী লীগে জায়গা নেই। সারাদেশে চলমান আওয়ামী লীগের কাউন্সিলে এ ধরনের মানুষ যাতে দলে প্রবেশ না করতে পারে সে জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন।

দীর্ঘ ৭ বছর পর মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ সম্মেলনে ফরহাদ হোসেন সভাপতি এবং এম এ খালেক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন।
বিএ/ ‌

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST