পাবনা ব্যুরো: বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকা’র উদ্যোগে পাবনা জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ গরীব মেধাবী ৮৩ কৃতি শিক্ষার্থীকে প্রায় ১০ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার পাবনার চরগড়গড়ি ওসাকা কমপ্লেক্সের চরনিকেতন কাব্যমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসাকার নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ।
ওসাকার প্রাক্তন চেয়ারম্যান ও পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, ওসাকার উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক আব্দুল ওয়ারেস বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসাকার মাধ্যমে শিক্ষা, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। ওসাকা একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন পার্টনার হিসেবে মানুষের আার্থ-সামাজিক উন্নয়নেও ভুমিকা রাখছে। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও সাদিয়া আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসাকা’র ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মানবসম্পদ) শামসুজ্জামান প্রিন্স।
অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন শিক্ষার্থীকে ১ম দফায় এবং ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জন শিক্ষার্থীকে ২য় দফায় এই বৃত্তি প্রদান করা হয়। প্রতিজনকে দেয়া হয় ১২ হাজার টাকা করে।
খবর২৪ঘন্টা/নই