পাবনা প্রতিনিধি: পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রবিবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দুইটি পাইপগান, ১৮ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র সহ বাদশা সর্দারকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে সোমবার (০১ জুলাই) দুপুরের দিকে আটক বাদশাকে পাবনা সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও র্যাব জানায়।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।