পাবনা প্রতিনিধি: ১২ কোটি টাকা ব্যয়ে পাবনার পার-ফরিদপুর থেকে বিএল বাড়ি পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক তৈরি করা হয়। কিন্তু পাঁচমাস যেতে না যেতেই ফাটল ধরেছে এবং ধসে গেছে সড়কের দুই কিলোমিটার অংশে। ফলে সড়কটিতে ভারি যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং নির্মাণে ত্রুটি থাকার কারণেই রাস্তাটির বেহাল দশা।
রাস্তাটি দেখে মনে হতে পারে নদী ভাঙনে এটি নদীগর্ভে বিলীন হয়েছে। কিন্তু না, নিম্নমানের নির্মাণ সামগ্রী আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অভাবনীয় দুর্নীতির কারণেই রাস্তাটির এই বেহাল দশা। ভাঙতে ভাঙতে রাস্তাটির একটি অংশ এখন প্রায় নিশ্চিহ্ন। পার ফরিদপুর-বিএলবাড়ি সড়কে নির্মাণ কাজ চলা অবস্থায়ই ফাটল ধরে বসে যায় রাস্তা। দুর্দশা দেখে বোঝারই উপায় নেই এটা নতুন বানানো সড়ক। সড়কের তিন কিলোমিটারই দেওভাগ গ্রামের খালের
একপাশ দিয়ে নির্মাণ করা হয়েছে। সেখানে জোড়াতালির আরসিসি ব্লক দিয়েও ঠেকানো যাচ্ছে না রাস্তার ভাঙন। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা প্রকৌশলী মো. বাকী বিল্লাহ জানান, ঠিকাদারের নিজস্ব অর্থায়নে সড়কটি পুনরায় মেরামত করতে চিঠি দেয়া হয়েছে। নিম্নমানের রাস্তা তৈরি করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তি এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এমকে