সাঁথিয়া ( পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর মোহাম্মদ। অভিযুক্ত ডিলারের নাম আব্দুর রব। তিনি উপজেলার কাশীনাথপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ডিলার।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর মোহম্মদ জানান, দরিদ্রদের ১০ টাকা কেজির চাল না দিয়ে আত্মসাৎ করেন ডিলার আব্দুর রব। এ নিয়ে পাবনার ডিসি ও সাঁথিয়ার ইউএনওর কাছে অভিযোগ করেন ১৩ ভুক্তভোগী। চার বছর ধরে এভাবে বঞ্চিত করা হয়েছিল বলে তারা অভিযোগে উল্লেখ করেন।
খাদ্য নিয়ন্ত্রক আরো জানান, অভিযোগ আমলে নিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হানকে তদন্তের নির্দেশ দেন ইউএনও এসএম জামাল আহমেদ। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আব্দুর রবের ডিলারশিপ বাতিল করা হয়। একইসঙ্গে ইউপি সদস্য ইমদাদুল হক সাগরের ভাতা সামিয়ক বন্ধ ঘোষণা করা হয়।
খবর২৪ঘন্টা/বিআ