পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা কালাম হোসেন (৪৫) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) দিবাগত রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, বাড়ির আঙ্গিনায় একটি গাছ নিজেদের সীমানায় দাবি করে দুই ভাই কালাম ও হানিফ পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার দিনও ধার্য করা হয়।
কিন্তু এরই মধ্যে বুধবার নয়টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাতিজা রিপন তার চাচা কালাম হোসেনকে ছুরিকাঘাত করে।
এতে কালামসহ অন্তত ৪ জন আহত হয়। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাচা কালামকে মৃত ঘোষনা করে। আহত আবু তালেব, জামাল হোসেন ও সাজাই হোসেন চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, ঘটনার পরপরই ভাতিজা রিপনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন