পাবনা ব্যুরো: পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। নিহত আব্দুর রশিদ বিশ্বাস (৫৫) কোলাদি গ্রামের মৃত ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রোববার সকালে নিহত আব্দুর রশিদের বাড়ির পাশে পুকুর পাড়ে তার গলা কাটা মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি বটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ