পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার কৈজুরী গ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কুরবান আলীর (৩০) বাড়ি আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামে। কুরবান আলী চরমপন্থি সংগঠন নকশাল বাহিনীর আঞ্চলিক নেতা বলে দাবি করেছে পুলিশ।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের শশ্মানের পাশে একদল দুষ্কৃতিকারী গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় আতাইকুলা থানা পুলিশ। গাড়ি থেকে নামার সাথে সাথে পুলিশের ওপর গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট পাল্টাপাল্টি গুলিবর্ষণের এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কুরবান আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানান, এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন এএসআই মন্টু হোসেন, ফারুক হোসেন, কনস্টেবল আব্দুর রউফ ও শাহিন আলী। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ২টি কার্তুজের খোসা, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডায়াং মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, নিহত কুরবান চরমপন্থী সংগঠন নকশালের আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে আটঘরিয়া ও আতাইকুলা থানায় হত্যা-ডাকাতিসহ বেশকিছু মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা,কম/জন