নিজস্ব প্রতিবেদক :
পাবনায় ১৫৪ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম সাইফল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী রংপুর জেলার কাউনিয়া থানার চণ্ডিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। ২৩ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫
রাজশাহীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাবনা শহরে অভিযান চালিয়ে ১৫৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফুলকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
আর/এস