1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় নৌকা প্রার্থীর ৩ সমর্থককে কুপিয়ে জখম - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

পাবনায় নৌকা প্রার্থীর ৩ সমর্থককে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের তিন সমর্থককে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একদন্ত বাজারে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একদন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলাল সমর্থকরা নৌকা প্রতিকের মহসিন আলী মোল্লার সমর্থকদের উপর অর্তকিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়।
আহতরা হলেন, রফিকুল ইসলাম, রকিবুল ও শরিফ হোসেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মহসিন আলী মোল্লা বলেন, আমার সমর্থকরা একদন্ত বাজারে প্রচারনা চালাতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন আলাল সমর্থকেরা অর্তকিত হামলা চালায়। এ সময় আমার তিন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলাল অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা প্রতিকের সমর্থকেরা আমার অফিসে হামলা করলে আমার সমর্থকেরা প্রতিহত করেছে মাত্র। আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক ন।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST