পাবনা ব্যুরো: পাবনায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে ট্রাকের ধাক্কায় হেলালুর রহমান হেলাল প্রামাণিক (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। মাত্র তিন মাস আগে ঈশ্বরদী শহরের শেরসাহ রোডের আয়েশা খাতুন (১৯) ও তার বিয়ে হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। পথে পোস্ট অফিস মোড়ে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ধাওয়া করে ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ