পাবনা ব্যুরো: পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নামক স্থানে ট্রাকের চাপায় আমেনা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন সদর উপজেলার দোপকোলা গ্রামের আব্দুর রশিদ ফকিরের স্ত্রী।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæতগামী ট্রাক আমেনা বেগমকে চাপা দিয়ে চলে যায়। প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে মধুপুর নামক স্থানে ধাওয়া করে স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে গণধোলাই দেয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে।
খবর২৪ঘন্টা/নই