নিহতরা হলেন, জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহীন আলম (৫০), একই উপজেলার আটলংকা গ্রামের ওম্বর আলীর ছেলে আহাম্মদ আলী (৪৮) ও ফৈলজানা গ্রামের কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫০)।
আহত জফির উদ্দিন (৫৫) বালুদিয়ার গ্রামের হোসেন মন্ডলের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের নুরপুর বাইপাস এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথিমধ্যে আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ওই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই