জেলা প্রতিনিধিঃ পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রবকে হত্যা চেষ্টার মূল আসামি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে পাবনা সদরের ভাড়ালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হাসান পাবনা দিলালপুর মহল্লার মৃত খবির উদ্দিনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাড়ালা গ্রামে অভিযান চালিয়ে আবুল হাসানকে গ্রেফতার করা হয়।
এরআগে, বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) পাবনা শহরের দিলালপুরে বাড়ির নির্মাণ কাজের সময় এলাকার কয়েকজন চিহ্নিত সমন্ত্রাসী আব্দুর রবের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওইদিন সন্ধ্যায় সন্ত্রাসীরা আব্দুর রবের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুর রবের স্ত্রী রুনা লাইলা বাদী হয়ে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে আব্দুর রব পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ