পাবনা ব্যুরো: পাবনার কাচারীপাড়ার কলেজ ছাত্র আরিফুল হক সাগরকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন, মৌন মিছিল ও স্বারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
রোববার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে মাবনবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ব্যবসায়ী বাদল কুমার ঘোষ, পৌর কাউন্সিলর রিয়াজুল হোসেন, এডভোকেট রেজাউল করিম, নিহত সাগরের ভাই সাদ্দাম হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। মামলা তুলে নিতে আসামীরা প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে। হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়। মানববন্ধন শেষে মৌন মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় পাবনা ভোকেশনালের সামনে কলেজ ছাত্র সাগরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত সাগরের মা কোহিনুর বেগম বাদী হয়ে লগ বাবুকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত আরিফুল ইসলাম পাবনা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২য বর্ষের ছাত্র ছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ