পাবনা ব্যুরো: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) মারা গেছেন।
তিনি বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা।
ঈশ্বরদী উপজেলা জাসদ সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু জানান, বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ১১ মে করোনার নমুনা পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ হয়। পরে তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
খবর২৪ঘন্টা/নই