খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পাকিস্তানের একটি গির্জায় গোলাগুলির ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। রোববার প্রার্থনার পর কুয়েটার গির্জায় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়।
এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, মোটরসাইকেলে করে বেশ কয়েকজন হামলাকারী ইসা নাগরি শহরের একটি গির্জায় হামলা চালায়। পুলিশ জানিয়েছে, গির্জায় হামলার ঘটনায় দু’জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গির্জায় হামলার ঘটনায় ওই এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করেছেন। তারা রাস্তা-ঘাঁট আটকে বিক্ষোভে অংশে নেন। তাদের অভিযোগ, খ্রিস্টানদের ওপর হামলা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে সরকার।
অপরদিকে, বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বাগতি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি।
মাত্র দু’সপ্তাহ আগেই কুয়েটায় বন্দুকের গুলিতে একটি খ্রিস্টান পরিবারের চার সদস্য নিহত হয়। এছাড়া গত বছরের ডিসেম্বরে কুয়েটার অপর একটি গির্জায় দু’টি আত্মঘাতী হামলার ঘটনায় নয়জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ