খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
দাউদাউ করে আগুন জ্বলছে। বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আগুন থেকে খানিকটা দূরে সেলফি-স্টিক হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন কয়েকজন নারী। প্রত্যেকের মাথায় হিজাব, গায়ে খাকি উর্দি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই ছবি। কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে, রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে আছেন সেই নারীদের একজন। কোনো সেলফি আবার দলবেঁধে নয়, আগুনের সামনে দাঁড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে একাই ছবি তুলছেন এক নারী।
ছবিগুলো শেয়ার করেছে পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই ছবি নিয়েই এখন মাতামাতি নেটদুনিয়ায়। সেলফিগুলো যারা তুলছেন, তারা আসলে পাক ‘অ্যান্টি নারকোটিকস ফোর্স’ (এএনএফ)-এর নারী কর্মকর্তা।
সম্প্রতি পেশোয়ারে বাজেয়াপ্ত হওয়া প্রায় ৪০০ কেজি অবৈধ মাদক পুড়িয়ে ফেলে এএনএফ। সেই মাদক পোড়ানোর সময়ই ছবিগুলো তোলা হয়েছিল। পরে সেগুলোই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এসব ছবির নিচে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে। পাকিস্তানের নারীরা এখন আর পর্দার আড়ালে নেই- ছবিগুলো দেখে এমন চিন্তাও এসেছে কারো মাথায়।
এক বিবৃতিতে এএনএফের মহাপরিচালক মুসারত নওয়াজ মালিক জানিয়েছেন, পাক যুব সমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যেই কয়েক সপ্তাহ ধরে মাদকবিরোধী অভিযান চালায় তার বাহিনী।
খবর২৪ঘন্টা / সিহাব